আরো কিছু কান্নার খবর’ আছে তাজ ইসলামের কবিতায়

প্রতিনিধি | সমালোচনা

বৃহস্পতিবার ৩০ আগস্ট ২০১৮|২০:২২:৫৪ মি.



আফসার নিজাম

সমসাময়িক কাব্যান্দোলনের কবি তাজ ইসলামের প্রথম কবিতার বই ‘আরো কিছু কান্নার খবর’। বইয়ের নামের ভেতরে অন্য এক চিন্তার খোরাক লুকিয়ে আছে। তার কবিতায় আরো আরো শব্দের মাধ্যমে তিনি জীবনের অন্যপাশের কাহিনী বর্ণনা করতে চান যা সহজেই অনুমেয়। কান্না যেমন হৃদয়ের প্রশান্তি আনয়ন করে তেমনি একটি দীর্ঘস্থায়ী দুঃখের কথাও মনে করিয়ে দেয়। যারা জীবনের ভেতরের জীবন নিয়ে কবিতা বয়ান করেন তাদের মধ্যে অন্যতম তাজ ইসলাম। যদিও প্রথম সৃষ্টি দিয়েই একজন কবিকে সামগ্রিক বিবেচনায় আনা যায় না, তবে আমরা আশা রাখতে পারি কবি যখন পাল তুলেছে তখন সে মঞ্জিলে পৌঁছাবেই।

৪০টি কবিতা পান্ডুলিপিতে স্থান দিতে কবিকে চল্লিশ বছর অপেক্ষা করতে হয়েছে। তাকে জীবনবোধের ভেতরে প্রবেশ করতে হয়েছে। কিভাবে জীবনের ভেতর জীবন প্রবেশ করে তার ইতিহাস রচনা করতে হয়, কিভাবে ভ্রমণ করতে হয় মানব জীবন। এই কাব্যজীবন ও মানবজীবনকে তাজ কিভাবে দেখেছেন, কিভাবে বুঝেছেন; কোন ব্যথায় কুঁকড়ে গেছে তার চিন্তা, কিভাবে খুঁজে পেয়েছেন সহজ জীবনÑসেই বয়ানই লক্ষ করি।

‘আমি কে আমাকে চিনতে আমি
ঝর্ণার জলে বারে বারে নামি।’
অথবা
‘আমি তো ছিলাম মাটির পুতুল
পুতুলের বুকে তুলে তুমি দিলে রূহু
সাথে সাথে বলি আমি
আল্লাহু আল্লাহু।’ (আমি-১)

আমরা তার কবিতা পাঠে অনুধাবন করতে পারি তার বেড়ে ওঠা, তার স্মৃতি, প্রতিহিংসায় কতোটা উদ্বেলিত হয়েছে তার হৃদয়, অন্তঃসারশূন্য রাজনৈতিক বৈকল্যে কতোটা ক্ষয়ে গেছেÑসবই তুলে রেখেছেন তাজ। তিনি প্রায়শই যুক্তি খুঁজতে গিয়ে হৃদয়কে শাণিত করেছেন বিশ্বাসের ছোঁয়ায়।
বলে ওঠো, হে নাদান, এই তো আমি
তোমার সান্নিধ্যে তরতাজা
হয়ে ওঠে মৃত এই রূহু
ফানাফিল্লাহ হয়ে জপি
আল্লাহু আল্লাহু।’ (আমি-২)
অথবা
এবং যে সকল দুর্বাঘাস লৌহ চাপায়
শ্বেতবর্ণ ধারণ করেছে তাদেরকে
বেঁচে থাকার সঞ্জিবনী শক্তি দাও।’ (রঙিন প্রজাপতি ও অন্যান্য প্রসঙ্গ)

তাজের ৪০টি কবিতাকে ৩টি বিভাজনে বিভক্ত করা যায়Ñ
১. ¯্রষ্টার সন্ধান বিষয়ক কবিতা
২. জীবন যন্ত্রণা বিষয়ক কবিতা
৩. রাজনৈতিক বা সমাজ সংস্কারমূলক কবিতা
এই তিনটি বিষয়কে কেন্দ্র করে তার কবিতাকে আবর্তন হতে দেখি। বিশেষ করে তার রাজনৈতিক বা সমাজ সংস্কারমূলক কবিতায় তীব্রভাবে আন্দোলিত হয়েছে দেশপ্রেম, সামাজিক রাজনৈতিক অধিকার, রাজনৈতিক দুর্বৃত্তপনা। কিভাবে একটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক গোষ্ঠী জনঅধিকার হরণ করে তাই লিপিবদ্ধ করেন তাজ। 
‘জলে ভাষা জনতার হাহাকার
মানবেতর জীবনের রোদন 
বেঁচে থাকার আকুল আকুতি
স্পর্শ করে না উচ্চপদস্থ 
ভাষণ ও বৈঠকের পাষন্ড হৃদয়।’ (জলে জলে ভাসে জীবন)
অথবা
আমি গণতন্ত্র বলছি
হে অসভ্য হুকুম
তোমার দাস ইট সুরকি বালুভর্তি ট্রাক
তারকাঁটার ব্যারিকেড
বলে দাও, ওরা সরে যাক
আমার গতিপথ থেকে সব সরে যাক।

আমি গুলশান থেকে নয়া পল্টন যাব
আমি প্রেসক্লাব থেকে মতিঝিল যাব 
এমনকি আমি ধানমন্ডি ৩২ নং থেকে বঙ্গবন্ধু এভিনিউ যেতে পরি। (মিছিলময়)

তাজের কবিতার দ্বিতীয় যে বিষয়টি আবিষ্কার করেছি তা হলো তার কবিতার ভেতর জীবন যন্ত্রণা। জীবনের চাকা ঘুরাতে গিয়ে যে জীবনপাত হয় তার কাহিনী লিপিবদ্ধ আছে তার কবিতার পরতে পরতে।
‘কখনো বুকের রক্ত ক্ষরণ
চোখের জলে ভাসে
কেউ ব্যথিত সান্ত¡না দেয়
পাগল ভেবেও হাসে।

নিরব হলে বুকের ব্যথা
সরব হয়ে নাচে
সুখের আশায় দুখের ¯্রােতে
কষ্টে মানুষ বাঁচে।’ (হৃদয় সমাচার)
অথবা
কয়েলের ধোঁয়ায় প্রাণ নিয়ে
পলাতক মশার মতো
পালিয়ে বেড়ায় সুসময়ের সমস্ত পক্ষিকুল
জীবনে জোয়ার কমে শুরু হয় ভাটা
কমতে থাকে ফুলের সৌরভ
পাখির কলরব
অভাবের ক্যানসারে দেহ কংকাল
ঘাস ফড়িং হয়ে উড়ে যায়
দূরে যায় লিপস্টিকের চঞ্চলতা। (উড়ে যায় ঘাসফড়িং)

তৃতীয় যে বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়ায় তা চিরকালীন এক বান্দার চিন্তা, বান্দা চিরজীবন খুঁজে ফেরে তার পরম প্রভুকে। সেই খুঁজতে গিয়ে বারবারই সামনে এসে দাঁড়ায় চিরঅভিশপ্ত শয়তান। বান্দার জীবনে নেমে আসে আশা নিরাশার দোলা, দ্বান্দ্বিক চিন্তা, ¯্রষ্টার প্রতি অকুণ্ঠ বিশ্বাসের অবস্থান। তাজকে আমরা বারবারই দেখিÑতিনি ¯্রষ্টার প্রতি ভালোবাসায়পূর্ণ এক কবি। যে নিজেকে নিবেদন করেছে

জীবনের পুলসিরাত পার হতে হতে 
পা পিছলে পড়ে যাই
খাদের গভীরে পড়তে পড়তে উঠে আসি আবার রাজপথে
তখনই মনে হয় আল্লাহ সহায় বলেই
বেঁচে গেছি নিরাপদে
যেমন জালিম তাগুতের নির্দেশে জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হওয়ার পর
আগুন হয়ে যায় সুরভিত পুষ্পদাম। (বেঁচে আছি তার দয়ায়)
অথবা
অনবরত তসবির দানা টিপে টিপে
প্রার্থনা করি রাব্বি জিদনি ইলমান
জ্ঞানের দরওয়াজা খুলে দাও হে প্রভু দায়াময়
যে দরওয়াজা খুলেই দেখতে পাই হেরার আলো। (বিশ্বাসী বিন¤্র সহজ সরল)

যে কজন কবি তার সুনির্দিষ্ট মঞ্জিল লক্ষ করে সামনের দিকে অগ্রসর হয়েছেন, তাদের মধ্যে অন্যতম কবি তাজ ইসলাম। তার পরিশ্রমী জীবন জীবনবোধের গভীরতাকে ছুঁতে পেরেছে বলে আমি মনে করি। পাঠক তার বইটি পাঠে সেই জীবনকেই স্পর্শ করতে পারবে বলে বিশ্বাস করি।

আরো কিছু কান্নার খবর
তাজ ইসলাম
প্রকাশক : মো. ইকবাল হোসাইন
 

পাঠকের মন্তব্য Login Registration