আমি ঋণী হয়ে যাই

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ৮ মার্চ ২০২০|১৯:৫৫:০৫ মি.



আল-আমিন শিবলী

জন্মের কথা মনে পড়লে’ই
মায়ের কাছে ঋণী হয়ে যাই।
সবকিছুর জন্য মায়ের কাছে ঋণী হয়ে যাই
আনন্দ আর দুঃখেও মায়ের কাছে ঋণী হয়ে যাই
ঘুম, জাগরণেও মায়ের কাছে ঋণী হয়ে যাই।

আমি ঋণী হয়ে যাই
মায়ের প্রসববেদনার কথা ভেবে,
—চিরঋণী হয়ে যাই।
আমি সবকিছুর জন্য মায়ের কাছে ঋণী হয়ে যাই
সাহস আর ভয়েও মায়ের কাছে ঋণী হয়ে যাই—
ঋণী হয়ে যাই, বিপদ-আঘাত সর্দি জ্বরের ডেরায়
মায়ের অপত্য স্নেহের শীতল হাতের স্পর্শ মায়ায়।

আমি ঋণী হয়ে যাই
সেই অভাবী মায়ের ক্ষুধার জ্বালার সাথে
নাড়ি ছেঁড়ে যাওয়া মা, না খেয়েও
তাঁর সব খাবারটুকু তুলে দিয়েছিলেন আমার পাতে।
ঋণী হয়ে যাই, রোগাক্রান্ত সেই হতভাগিনী মায়েরই কাছে
কাতরাচ্ছিলেন মা, তবুও বিষ দাঁতে চুষছি তাঁর দুই কুচে।

আমি ঋণী হয়ে যাই
মায়ের হাসি-উল্লাসে, আবাহন কিংবা নিশ্চেতনে
আমার সকল পথ চলায়, সাফল্য সমৃদ্ধি র্অজনে।
আমি চিরঋণী হয়ে যাই।

আমি সবকিছুর জন্য মায়ের কাছে ঋণী হয়ে যাই।

পাঠকের মন্তব্য Login Registration