কবিতা : বদলে যাওয়া শহর

প্রতিনিধি | সাহিত্য

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২০|১৮:১৯:৩৪ মি.


পুনম চৌধুরী

চারদিক অন্ধকার
কোলাহলের নগরী একদম নিশ্চুপ
ল্যামপােস্টের নিয়ন আলোয় আমার ঘরে
এক চিলতে হলদে আভা
দূরে কিছু নেড়ী কুকুরের অস্পষ্ট গোঙানী
বাতাসে মিলিয়ে যায়
থেমে থেমে কিছু হর্ণ বেজে যায়
আবার হারিয়ে যায় এই শহরের শেষপ্রান্তে
ইচ্ছে করে ঘুরে বেড়াতে রাতের আঁধারে
তারার মেলায় অথবা দূর সেই বহুদূর
কত অভিমান চেপে আছে এই শহর
কত কথা মনে জমে আছে 
কত স্বপ্ন যে ভালোবাসা পায়
আর কত মধুর সম্পর্ক হাওয়ায় মিলিয়ে যায়
লাল আর নীলের মাঝে কালো রঙ হয় প্রকট

বিশ্বাস আর সম্পর্কে উইপোকা বসে রয়
একদিন যাব হারিয়ে অচিনপুরে
এই ইন্দ্রজালের শহরে নতুনের পেখম উড়বে
নতুন কিছু মুখ নতুন কিছু স্বপ্ন 
নতুনভাবে ভালবাসবে তারা
সেদিনও সেই বাস থেমে থেমে
হর্ণ দিয়ে দূরে মিলিয়ে যাবে
শুধু সেই হর্ণ দেয়া মানুষেরা বদলে যাবে
বদলে যাব তুমি আমি আর আমাদের কবিতা।

পাঠকের মন্তব্য Login Registration