ও চক্ষু নাই

প্রতিনিধি | সম্পাদকীয়

শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২০|১১:৩২:১৮ মি.


সম্পাদক

‘চোখ যে মনের কথা বলে...’। বিষয়টি মনস্তাত্বিক! মনের কথাটি জানতে চোখে চোখ রাখতে হয়। প্রেমের কথা বললাম না। বাঙালি জীবনে ফাগুন এসে গেছে। কোকিল ডেকেছে কিনা জানি না। ভালোবাসাবাসির দামামা বেজেছে শহরের অলিগলি, পাড়া, মহল্লায়। ঘরে ঘরে বেজেছে কিনা তা-ও জানি না। প্রেমিক মানুষটি চোখে চোখ রেখে প্রেমের কথা বলতে পারে। ভালোবাসতে পারে তার দয়িতাকে। এজন্য ভালোবাসা দিবসের দোরকাঠ পেরুবোর প্রয়োজন নেই। বাঙালির ষড়ঋতুর জীবনে তো নেই-ই। এটা পুঁজিবাজারের ভণ্ডামী। নব্য বাঙালি পড়েছে তার ফাঁদে।

ভাষার মাস চলছে। মাতৃভাষার জন্য বিশ্বে একমাত্র বাঙালিই রক্ত ঝরিয়েছে পথে। বাহান্ন’র সেই পথ ধরেই আমাদের অর্জন একাত্তর। আজ স্বাধীন পতাকা উড্ডীন ভবন শিখরে। বাংলাও কী আমাদের জীবনের শিখরে আছে? আছে কী প্রমিত ভাষার আদর-কদর? আমাদের শিল্প-সাহিত্য কী মান ভাষায় রচিত? আমাদের গান-নাটক কী শ্লীল ভাষা বলছে? বিষয়টি দিনে দিনে অবনতপথে হাঁটছে। ‘বেদনা’ বোঝাতে আজকাল ‘প্যারা’ নিতে পারছি না—শুনতে হয়। 

আসলেই বাংলার অনুপযুক্ত ব্যবহার ব্যথিত করে। সবাইকে হয়তো করে না। করলে ভাষার এতো অনাচার সইতে হতো না। প্রশ্ন হলো সইছে কী বাঙালি জাতি? জাতি নির্বিকার, জীবন ও জীবিকার টানে। যেখানে অর্থই অর্থ বয়ে আনে সবখানে। সেখানে ভাষার শুদ্ধতা-অশুদ্ধতা কে দেখে? কে কার উন্নতিতে ‘ঈর্ষাতুর’ না হয়ে ‘জেলাস’ হয়ে পড়ে। কেননা প্রেমের ভাষাও আজকাল শালীন নয়। প্রেমিকারা প্রেমিকের কাছে এখন ইট-ভাটা! প্রেমিক ইট-ভাটার মালিক হতে চায়! (টিভি নাটকের সংলাপ থেকে)।

বাংলার ব্যবহার তথৈবচ। কালকেই রাস্তায় যেতে যেতে সহযাত্রী দেখালো একটি দোকানে লেখা আছে ‘এখানে চিরা, দই পাওয়া যায়’। সচেতন পাঠক হয়তো ওখানে চিরা-চ্যাপ্টা হওয়ার জন্য ঢুকবে না। কিন্তু ভুল শুধরাবে কে? এটি যিনি লিখেছেন, লিখিয়েছেন, পড়ছেন—সকলেই চলমান নির্বিকার। কেউ দেখছে চোখ মেলে কিন্তু বলছে না শুদ্ধতার কথা। স্মরণে রাখছে না রাষ্ট্রভাষা বাংলার অর্জনের ইতিহাস। বলবেন, এজন্য অশিক্ষাই দায়ী। জাতিগতভাবে পুরো বাঙালি কী অশিক্ষিত, অন্ধ, কালা, অসেচতন? এদেশে শিক্ষিতের হার বাড়ছে, কমছে নিরক্ষর। এটি কোন ধরনের শিক্ষা? যে শিক্ষা নিজের মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখায় না, উচ্চারণের সঠিকতা শেখায় না, শেখায় না সঠিক বানান রীতি। তবে কী শহিদগণ ভুল করেছিলেন রক্ত দিয়ে? ভুল করেছিলেন জাতিকে রাজপথের আন্দোলনে নামিয়ে? তাহলে স্বাধীনতা এলো যে পথ ধরে তার কী হবে? তার স্বাদ আমরা নিই কী করে?

চোখ মেলে তাকাতে হবে আমাদের। তাকাতে হবে প্রেমিকের চোখে। সামনে পেছনে পথের দু’পাশে সরাতে হবে ভাষার জঞ্জাল। সতর্কভাবে বিদেশীভাষার ব্যবহার কমাতে হবে, দূর করতে হবে জগাখিচুরি মিশ্রণ। নয়তো একসময় বিদেশীরা আমাদের লজ্জায় ফেলে দেবেন সঠিক বাংলা ভাষা শিখে। কেননা সময়ের প্রয়োজনে বাংলা আজ আন্তর্জাতিক ভাষা।
 

পাঠকের মন্তব্য Login Registration