মঞ্চে নতুন নাটক বাবা তার্তুফ

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ১২ মার্চ ২০২০|১৭:২২:১৩ মি.



সৃজনবাংলা ডেস্ক: এবার আবদুল্লাহ আল-মামুনের থিয়েটার স্কুলের ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে এনেছে 'বাবা তার্তুফ' নামে একটি নতুন নাটক। ফরাসি নাট্যকার মলিয়েরের রচনা থেকে নাটকটিতে বাংলায় রূপান্তরের পাশাপাশি নির্দেশনা দিয়েছেন আসিফ মুনির।

গত রোববার ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠানে মঞ্চস্থ হয় এই নাটকটি। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সমাপনী অনুষ্ঠান এবং নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনয়শিল্পী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

নাটকটিতে অভিনয় করেছেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কামরুন নাহার রিতু, ঐন্দ্রিলা মজুমদার, ইয়ামিমুল এহসান চৌধুরী, নোশীন তাবাসসুম তুনজী, নার্গিস হোসেন মৌ, মো. মাসুদুর রহমান, মো. নাঈম হাসান কদম, মো. এনামুল হক, মাহাদী হাসান, মো. নাঈম হাসান, মো. আবুল কালাম ও নাসির আহমেদ দুর্জয়।

নাটকটিতে আলোক পরিকল্পনায় ছিলেন জুনায়েদ ইউসুফ, মঞ্চ পরিকল্পনায় আলী আহমেদ মুকুল এবং সংগীতে ছিলেন তানভীর আলম সজীব। প্রযোজনা ব্যবস্থাপনায় খুরশীদ আলম এবং পোশাক ও মঞ্চসামগ্রী পরিকল্পনায় ছিলেন ড. আইরিন পারভীন লোপা। 

পাঠকের মন্তব্য Login Registration