দুপুর

প্রতিনিধি | সাহিত্য

শনিবার ৪ আগস্ট ২০১৮|১৯:৩০:৫৩ মি.



নোমান আহমেদ

রোদ পোহাচ্ছে বাতাসের শরীর
বৃক্ষ ও ঘাসের আদর মেখে নিয়ে
সাঁতার কাটছে—তরঙ্গে নেচে ওঠা নদী বুক

নিঃসঙ্গ মাঝি ঐ নৌকা বেয়ে কতদূর যাচ্ছে!

আলোর বল গড়িয়ে গড়িয়ে
উঠে এলে মাথার উপর
শহর ঘেমে জবজবে

আর লোকে তাকে দুপুর নামে ডাকে

মনে পড়ে, একদা আমারও এক দুপুর ছিলো;
ঘুরাতো হাওয়ার ভেতর এবং
সে ছিলো তাপহীন, শীতল।

এখন যে দুপুর ল্যাবরেটরির মোড়ে দাঁড়িয়ে ঘামছে;
শুনেছি তার কোন প্রেমিকা নেই।
 

পাঠকের মন্তব্য Login Registration