কবিতা : নুহু নবীর গল্প

প্রতিনিধি | সাহিত্য

শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২০|১০:২৫:২৭ মি.


আজাদুর রহমান

নদীর ভিতর নদী বানিয়ে,
শুয়ে থাকি হৃদয়ের পাশে,
নুহু নবীর গল্প শুনি।
...একটা মনখারাপি শহর,
রাস্তাগুলো উড়ে গেছে।
দীর্ঘদেহী বয়ানের পাশে
এক প্রাচীন গন্ধমগ্রাসী মায়া ফেলে
উড়ে গেছে...
পিতার ঔরসে জ্বলে থাকা নীল সুদর্শন...
আমার ঘুম পায়।
অন্দরমহলে পয়গাম্বরি ঘ্রাণ
পাঁজরে দুঃখ নেই, ঘুমিয়ে থাকি 
আমার খণ্ডিত আত্মা থেকে নিয়ত জন্ম নেয়
পাখি ও পতঙ্গ।
 

পাঠকের মন্তব্য Login Registration