করোনা আতঙ্কে ‘নীল মুকুট’ মুক্তি পেছাল

প্রতিনিধি | আরো

বৃহস্পতিবার ১২ মার্চ ২০২০|১৯:৪২:২৪ মি.



আল-আমিন শিবলী

গত ১৬ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েই ঘোষণা দেওয়া হয়েছিলো এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ শে মার্চ মুক্তি পাবে কামার আহমাদ সাইমনের নতুন সিনেমা ‘নীল মুকুট’। কিন্তু সেই ঘোষণা এখন উল্টে গেছে করোনা ভাইরাস আতঙ্কে। পরিচালক কামার আহমাদ সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বজুড়ে সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। তাহলে কবে মুক্তি পাবে ‘নীল মুকুট’ সিনেমাটি? এমন প্রশ্ন করা হলে, উত্তরে প্রযোজক সারা আফরিন জানালেন, ‘ছবিটির টিজার ১২ মার্চ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো। এর ১৫ দিন পর অর্থাৎ ২৭ শে মার্চে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘নীল মুকুট’। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারটাই অনিশ্চিত, সেহেতু ঠিক করেছি আরও সপ্তাহখানেক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবো কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে হয়ত এপ্রিলের ৩ তারিখে ‘নীল মুকুট মুক্তি পাবে। 

করোনা ভাইরাস আতঙ্কে বলিউড এবং হলিউডেরও অনেক সিনেমা মুক্তির তারিখও পিছিয়ে গেছে বলে জানা যায়।

পাঠকের মন্তব্য Login Registration