কবিতা : মানুষনামা

প্রতিনিধি | সাহিত্য

সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২০|১৪:৪৭:৩৯ মি.


রুদ্র আরিফ

মানুষের খুব পাশে চুপ করে বসে থাকি, ভোরবেলা;
আলো ফুটে গেছে, গলির ল্যাম্পপোস্ট বাতি কুপির মতো 
নাচে ম্লান- তিরতির; তার নিচে আড়মোড়া কুকুরের ক্ষত
জানায় স্বাগত, দেখায় মানুষের সুদীর্ঘ কাফেলা 

মানুষ যাচ্ছে হয়ে জবাই, বাজারে মানুষের দরদাম
কমতে কমতে বাতিলপণ্যের খাতায়, উপচে পড়ছে মোকাম-
পচা মানুষের চাপে, কোথাও প্রিয় কোনো ডাকনাম 
গোখরার শরীরে উল্কি হয়ে হাসে, জানে কী নিস্কাম
সুরক্ষার দোহাই জারি রাখা এই শাসনের খোলা খাম : 
জাদুঘর আর কারাগারে বিমূর্ত মানুষের সংগ্রাম 

মানুষ-মানুষ জপে কাঁদছো? তাকাও পাখির ছিন্ন চোখটায় :  
মানুষের লাল হাতে লেখা কালো পৃথিবীর ইতিহাস
জমাট বেঁধে ফ্যাকাসে কেমন, তবু কী হিংস্র সন্ত্রাস-
বার্তা বুকে নিয়ে ক্ষণে ক্ষণে ফুঁসে বিদ্যুৎ-চমকায়
 

পাঠকের মন্তব্য Login Registration