নাম কাজী নজরুল ইসলাম
ক্ষেত্র কবি, ঔপন্যাসিক, গীতিকার - সুরকার, নাট্যকার , সম্পাদক বিস্তারিত :
জন্মস্থান চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ)
ভাষা বাংলা
বিখ্যাত কাব্য চল্‌ চল্‌ চল্‌, বিদ্রোহী, নজরুলগীতি, অগ্নিবীণা (কাব্যগ্রন্থ) ,বাঁধন হারা, ধূমকেতু, বিষের বাঁশি, গজল
জন্ম তারিখ 04-05-1899
অর্জন স্বাধীনতা পুরস্কার (১৯৭৭) একুশে পদক (১৯৭৬)১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক নজরুলকে প্রদান করা হয়। ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়।