কবিতা : একটা পুরনো সুগন্ধি খুঁজি

প্রতিনিধি | সাহিত্য

সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২০|১৪:২৫:২১ মি.


বোরহান উদ্দিন আহমদ

আজকাল কোনো সেন্ট কোনো সুগন্ধি ভালো লাগে না 
সব সেন্টে কেমন অ্যালকোহলের গন্ধ পাই। 
সুগন্ধি গায়ে মাখব
অ্যালকোহলের মৌতাতের গন্ধ কেন তাতে? 
মন খুব ভালো মন খুব খারাপ হলে
যৌবনে অ্যালকোহলের মৌতাত ভালো লাগত। 
এখন জীবনের অপরাহ্ণ বেলায় 
ভুলে গেছি সে সব মৌতাত। 
তবু এখন সুগন্ধিতে একটা পুরনো গন্ধ খুঁজি
যৌবনে ভালো লেগেছিল সে গন্ধ। 
সুবাসিত তেলের গন্ধের মতো সে সুরভি 
কোনো হারিয়ে যাওয়া নারীর 
চুলের গন্ধের মতো।
কত ভালো লাগা ভালোবাসা
কত প্রেমের গন্ধমাখা সে গন্ধ। 
কত হারিয়ে যাওয়া যৌবনের গন্ধমাখা সে গন্ধ। 
সেই হারিয়ে যওয়া সুরভি খুঁজে ফিরি আমি কতকাল 
আমার সে পুরনো সুগন্ধি আমায় ফিরিয়ে দাও 
আমি বিভোর হবো সে চুলের অরণ্যে 
আমি আবার মুগ্ধ হবো
সেই যৌবনের মুগ্ধতার মতো।
 

পাঠকের মন্তব্য Login Registration