কবিতা : চিরচেনা প্রিয়মুখ

প্রতিনিধি | সাহিত্য

সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২০|১৪:২১:০৬ মি.


পুনম চৌধুরী

সময় পেলে  এসো ইট-পাথরের তামাটে শহরে
নিয়ন আলোয় তুমি আমি লাল-নীল ফানুস উড়াবো।

এখানে রাত নির্ঘুম থাকে
স্বপ্নগুলো মরীচিকায় বিবর্ণ
পাখিরা ঘনকালো মেঘে যায় হারিয়ে
আর তারকারাজি নিষ্প্রাণ
এই শহুরে ব‌্যস্ততায় চাঁদনী রাতে
আলো জ্বলে না ।

অন্ধকারে কৃত্রিম আলোয় খুঁজি তোমার
সেই চিরচেনা মুখ প্রিয়মুখ।

পাঠকের মন্তব্য Login Registration