শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথী

প্রতিনিধি | সংবাদ

সোমবার ৭ অক্টোবর ২০১৯|১৯:১৯:৪৫ মি.



সৃজনবাংলা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাঁকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী শিল্পকলা একাডেমীর ১নং ও ৬নং গ্যালারীতে চলছে। ২৮ সেপ্টেম্বর ২০১৯-এ উদ্বোধন হওয়া এ প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর ২০১৯ পর্যন্ত।
‘‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথী’’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী (এম.পি) । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ (এম.পি) এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শতচিত্রে জননী শীর্ষক মাসব্যাপী আর্টক্যাম্পে ১০০টি চিত্রকর্ম নির্মাণ করেন শিল্পী আব্দুর রব খান, তিতাস চাকমা, জয়ন্ত সরকার জন, সৈয়দা তামান্না আফরোজ, শিবলী হাওলাদার, শ্রীকান্ত রায় সুবীর, সুরভী আক্তার, শুভ্র তালুকদার, সুজন মাহবুব ও সৌরভ ধর। এছাড়াও জাতীয় চিত্রশালা প্লাজায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩২ফিট বাই ৪৩ফিট একটি প্রতিকৃতি অংকন করেন। ৫ফিট বাই ৬ফিট সাইজের ৭২টি ক্যানভাসে নির্মিত হয়েছে এ বিশাল প্রতিকৃতি।

পাঠকের মন্তব্য Login Registration