‘স্ফুলিঙ্গ’ ঈদ-উল-ফিতর সংখ্যার প্রকাশনা উৎসব

প্রতিনিধি | সংবাদ

বুধবার ১০ জুলাই ২০১৯|১৮:০৩:২০ মি.


আদ্যনাথ ঘোষ

জাতীয় সাহিত্য পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে সাহিত্য পত্রিকা ‘স্ফুলিঙ্গ’ ঈদ-উল-ফিতর ১৪২৬ সংখ্যা প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে গত ২৮ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বিকাল চারটায় সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয় সরকারি এডওয়ার্ড কলেজ গেট সংলগ্ন প্রখ্যাত প্রাবন্ধিক মির্জা গোলাম রাব্বানী এর বাসায় এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এটি ষষ্ঠ স্মারক সংকলন। মনোরম প্রচ্ছদে বর্ধিত কলেবরে প্রকাশিত এ সংখ্যায় নবীন প্রবীণ লেখকদের সমাগম ঘটেছে। কবিতা, প্রবন্ধ, রম্য রচনা ও গল্প নিয়ে সাজানো হয়েছে এর অবয়ব। সুধীমহল পত্রিকাটির প্রশংসা করেছেন। এ সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন  প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক আবুল কাশেম মৃধা, প্রাবন্ধিক মির্জা গোলাম রাব্বানী, প্রাবন্ধিক আজাদ এহতেশাম, শফি ইসলাম, প্রফেসর আবুল কাশেম, গীতিকার আব্দুল করিম, গল্পকার ও ঔপন্যাসিক আকতার জামান, কবি আদ্যনাথ ঘোষ, ছড়াকার দেওয়ান বাদল, কবি জিয়াউল হক, কবি ও গল্পকার সোহেল বীর, কবি অঞ্জন শরীফ, আবুল কালাম আজাদ, ঔপন্যাসিক খান আনোয়ার হোসেন, কবি ইদ্রিস আলী, তামান্না সঞ্চিতা, মোহাম্মদ শফিকুর রহমান, কবি মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও প্রাবন্ধিক কে বি এম এম মোসলেহ, এল জি নবী, কবি মোঃ আলতাব হোসেন, কামরুল হাসান চৌধুরী, জয়নাল আবেদীন মাহবুব, কবি জহুরুল ইসলাম, ডাঃ মলয় কৃষ্ণ চক্রবর্তী, কবি সৈয়দা জহুরা আকতার ইরা, ফারুক আহমেদ মহসিন, গল্পকার ও প্রাবন্ধিক আতাউল হক মাসুম। প্রকাশনা উৎসবে কবি ও সাহিত্যিকগণ নিজেদের লেখা পাঠ করে শোনান। অতিথিগণ এ ধরনের প্রকাশনা প্রকাশের জন্য সম্পাদককে ধন্যবাদ জানান। অনবদ্য সংখ্যাটি সম্পাদনা করেছেন কবি আদ্যনাথ ঘোষ।  
 

পাঠকের মন্তব্য Login Registration