‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’র পর ‘আলফা’

প্রতিনিধি | সংবাদ

বুধবার ১৭ এপ্রিল ২০১৯|১৮:৪০:৩৪ মি.



সৃজনবাংলা ডেস্ক : ‘আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাঁর বেঁচে থাকার চিত্র দেখা যাবে এ ছবিতে।’ বললেন নাসির উদ্দীন ইউসুফ। ‘একাত্তরের যীশু’ আর ‘গেরিলা’র পর এবার তিনি তৈরি করেছেন ‘আলফা’। ছবিটির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ বললেন, ‘এখানে অভিনয় করছেন একঝাঁক নবীন শিল্পী। পরিচিত মুখের মধ্যে আছেন শুধু এ টি এম শামসুজ্জামান। ছবির গল্পটাই এমন। আমরাও চেয়েছি এই ছবিতে নতুন সব অভিনয়শিল্পী কাজ করবেন। তবে সবাইকে অডিশন দিয়ে “আলফা” ছবিতে যুক্ত হতে হয়েছে। তাঁদের কেউ কেউ মঞ্চে কাজ করেন। অনেকেরই আবার এ ছবির মধ্য দিয়েই শুরু হচ্ছে অভিনয়।’

‘একাত্তরের যীশু’ আর ‘গেরিলা’ নাসির উদ্দীন ইউসুফের এই দুটি ছবি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। তবে এশা ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নতুন ছবি “আলফা” মুক্তিযুদ্ধের গল্প বলবে না। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্প এই ছবির প্রধান উপজীব্য। ছবিতে ফুটে উঠবে যান্ত্রিক শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাঁর বেঁচে থাকার চিত্র।’
ইমপ্রেস টেলিফিল্মের কনসালট্যান্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন জানান, ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘আলফা’। তিনি বলেন, ‘অনেক দিন পর নাসির উদ্দীন ইউসুফের কোনো ছবি বড় পর্দায় আসছে। এরই মধ্যে ছবিটি আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তার আগেই দেশের দর্শক ছবিটি দেখতে পাবেন।’

‘আলফা’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির দোয়েল ম্যাশ। এ ছাড়া পরিচিত মুখ হিসেবে দেখা যাবে এ টি এম শামসুজ্জামানকে। আরও অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ, আর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

পাঠকের মন্তব্য Login Registration