গীতিকার আহমেদ কায়সার আর নেই

প্রতিনিধি | সংবাদ

বুধবার ৩ এপ্রিল ২০১৯|১৮:০০:০৬ মি.



সৃজনবাংলা ডেস্ক : ‘ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানের গীতিকার ও সুরকার আহমেদ কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের নিজ বাসায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

গান লেখা ও সুর করার পাশাপাশি আহমেদ কায়সার অসংখ্য কবিতা, ছড়া রচনা করেছেন। কর্মজীবনে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তর প্রধান কার্যালয়ে প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন এই সুরকার।  


আহমেদ কায়সার ১৯৮৫ সালে বাংলাদেশ বেতার ও ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নজরুল সম্মাননা, আমরা করব জয় সম্মাননা, সাউন্ডবাংলা গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, স্বপ্নালোক স্বর্ণকলম সম্মাননা, ওসমানী পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

মৃত্যুকালীন এই গীতিকারের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পাঠকের মন্তব্য Login Registration