‘হিরোশিমা দিবস-২০১৮’ এ উপলক্ষে নাটক

প্রতিনিধি | সংবাদ

শনিবার ৪ আগস্ট ২০১৮|১০:৩৬:০৯ মি.



সৃজনবাংলা ডেস্ক: ‘হিরোশিমা দিবস-২০১৮’ এ উপলক্ষে আগামী ৬ আগস্ট, সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনা-নির্ভর এ নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

স্বপ্নদল প্রধান জাহিদ রিপন জানান, ‘হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হিরোশিমা দিবস-২০১৮’-এর অনুষ্ঠানমালায় রয়েছে- বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকিভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-ভিডিও-ইন্সটলেশন আর্ট প্রদর্শনী।

ওই দিন সন্ধ্যা ৭টায় মিলনায়তনে থাকবে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ, যুদ্ধ-জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য এবং ‘ত্রিংশ শতাব্দী’ এর ৯৫তম প্রযোজনার মঞ্চায়ন।

উল্লেখ্য, স্বপ্নদল গত ১৭ বছর যাবৎ নিয়মিতভাবে শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে। এবারের ‘হিরোশিমা দিবস’ এর অনুষ্ঠানমালা সাম্প্রতিক বাসচাপা ও নিরাপদ সড়ক আন্দোলনে নিহত-আহত শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

পাঠকের মন্তব্য Login Registration