জীবনানন্দ পুরস্কার পেলেন জুয়েল মাজহার ও আবদুল মান্নান সরকার

প্রতিনিধি | সংবাদ

বৃহস্পতিবার ৭ মার্চ ২০১৯|১৬:০৮:২৯ মি.



সৃজনবাংলা ডেস্ক: এ বছর জীবনানন্দ পুরস্কার পেয়েছেন কবি জুয়েল মাজহার এবং কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার। সোমবার ধানসিঁড়ি সাহিত্য সৈকত এবং দূর্বা’র যৌথ উদ্যোগে প্রবর্তিত এই পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারের অর্থমূল্য (দশ হাজার টাকা) ও সম্মাননাপত্র কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে (আগামী ২২ অক্টোবর) বরিশালে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে।

কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি এ পুরস্কার চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ধানসিঁড়ি’র সম্পাদক কবি ও লেখক মুহম্মদ মুহসিন, দূর্বা’র সহযোগী সম্পাদক কবি সারফুদ্দিন আহমেদ এবং ধানসিঁড়ি সাহিত্য সৈকত-এর অন্যতম প্রতিষ্ঠাতা কবি শামীম রেজা।

পুরস্কারপ্রাপ্তির খবরে কবি জুয়েল মাজহার সমকালকে বলেন, বাংলা ভাষায় জীবনানন্দ দাশ আমার সবচেয়ে প্রিয় কবি। তার নামের সঙ্গে আমার এই পুরস্কারপ্রাপ্তি মিলে গেছে- এ এক অন্য অনুভূতি। ভাষার মাস ও বইমেলার সময়ে এই পুরস্কার পাওয়া বাড়তি আনন্দ দিচ্ছে।

কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার বলেন, আমি অপরিচিত একজন লেখক। এই প্রথম পুরস্কার পেয়েছি। পুরস্কার একটি স্বীকৃতি তো বটেই। আর পুরস্কারটি জীবনানন্দের নামে এটি অনেক আনন্দের।

জুয়েল মাজহার ১৯৬২ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন সাংবাদিক। তার কাব্যগ্রন্থগুলো হলো: ‘দর্জি ঘরে একরাত’, ‘মেগাস্থিনিসের হাসি’ ও ‘দিওয়ানা জিকির’। 

কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকারের জন্ম ১৯৫২ সালে পাবনার বেড়া উপজেলায়। তিনি পেশায় একজন অধ্যাপক। তার উপন্যাসের মধ্যে রয়েছে: ‘পাথার’, ‘যাত্রাকাল’, ‘কৃষ্ণপক্ষ’, ‘নয়াবসত’, ‘পিতিপুরুষ’ এবং ‘আরশিনগর’। 

পাঠকের মন্তব্য Login Registration