দেবব্রত সেনের ‘ছড়ায় ছড়ায় মেলা’ প্রকাশিত

প্রতিনিধি | সংবাদ

বুধবার ৬ মার্চ ২০১৯|১৯:২৪:৫৫ মি.



সৃজনবাংলা ডেস্ক: প্রকাশিত হলো উদীয়মান তরুণ কবি দেবব্রত সেনের ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় মেলা’। খড়িমাটি  প্রকাশনা থেকে বইটি সম্প্রতি বাজারে এসেছে।  প্রচ্ছদ এঁকেছেন সমর মজুমদার। ছড়ার এই বইটিতে প্রকৃতি, স্বাধীনতা, বঙ্গবন্ধু, মাটি, মানুষ, উৎসবসহ নানা বিষয় উঠে এসেছে। বইটি বাতিঘর এবং খড়িমাটিতে পাওয়া যাবে।

মিরেশ্বরাইয়ের এই তরুণ কবি’র এর আগে গত বছর ভারত থেকে ‘পরিযায়ী’ এবং ২০১৭ সালে এদেশ থেকে ‘আমার আঁধার ভালো’ নামে দুইটি বই প্রকাশিত হয়েছে। সীমাহীন সংবেদনশীল মানবিক কবি দেবব্রত সেন ২০১৮ সালে ত্রিপুরা লিটন ম্যাগাজিন গিল্ট সম্মাননা পেয়েছেন। ১৯৭৫ সালে জন্ম নেয়া দেবব্রত সেনের কাছে কবিতা সাধনার বিষয়।

দেবব্রত সেন বলেন, ‘ছড়া এমনই এক বিষয় যা ছেলে বুড়ো সবার আপন হতে পারে। আশা করি এই বইটি সব পর্যায়ের মানুষকে কাছে টানবে। সাহিত্যের নানা মাধ্যমে বিচরণ থাকলেও দেবব্রত সেন মূলত ছোট কাগজ নিয়ে কাজ করতে ভালোবাসেন বলে জানান।

পাঠকের মন্তব্য Login Registration