আরব আমিরাতে কবিতা বইয়ের মোড়ক উম্মোচন

প্রতিনিধি | সংবাদ

শনিবার ২ মার্চ ২০১৯|১৫:৫৫:২০ মি.



সৃজনবাংলা ডেস্ক: মো: ওবায়দুল হক মানিক আরব আমিরাত প্রতিনিধি: জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের উদ্যোগে সোমবার আবুধাবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমিরাত দেশ ও প্রবাসী লেখকদের ৩৫ টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। পবাসে শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসী লেখকরা যেভাবে বই প্রকাশ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।

বক্তারা বলেন, ভাষার জন্য রক্ত দিয়ে অর্জন করা হলেও এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে ভাষার শুদ্ধ প্রচলন দেখা যায়না। তাই বাংলা ভাষার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান বক্তারা। প্রবাসের কঠিন কর্ম ব্যস্ততার মাঝে সাহিত্য চর্চা খুবই কষ্টসাধ্য ও দুর্লভ। তারপরও এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে যারা সাহিত্যকে বুকে ধারণ করে নিরলস প্রচেষ্টা চালিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন তারা সাহিত্যাঙ্গনে জাতির জন্য এক একটি নক্ষত্র।


বৃহস্পতিবার আবুধাবীস্থ রজনীগন্ধা সি আই পি হলরুমের জাতীয কবিতা মঞ্চ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রকাশনা উৎসব’১৯ইং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন।

আরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রকাশনা উৎসব -১৯ইং জাতীয় কবিতা মঞ্চের আয়োজিত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ এর ভাষা আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী অয়োজন করা হয়। উদ্বোধক ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, কবি,লেখক জহির উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, কবি, সাহিত্যক সাংবাদিক, ছড়াকারসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
 

পাঠকের মন্তব্য Login Registration