ঢাকা থিয়েটারের ৪৫ বছরপূর্তি

প্রতিনিধি | সংবাদ

মঙ্গলবার ৩১ জুলাই ২০১৮|১৭:১০:৫০ মি.



সৃজন বাংলা: ঢাকা থিয়েটারের ৪৫ বছরপূর্তি অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিষ্ঠাকাল ১৯৭৩ সালের ২৯ জুলাই। পাড় করা ৪৫ বছরে দলটি মঞ্চে এনেছে ৩০টিরও বেশি সফল মঞ্চনাটক এবং সাতটি পথনাটক।  

প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে ঘরোয়াভাবেই উদযাপন করলেন দলটির নবীন-প্রবীণ সদস্যরা। সবাই মিলে মেতেছেন নির্মল আনন্দে, সাথে ছিলো স্মৃতিচারণ। প্রবীণদের স্মৃতিচারণে অবাকও বিস্মিত নবীনরা। তারা অনুপ্রাণিত হন বড়দের স্মৃতিকথা শুনে। আনন্দ-আড্ডা ছাড়াও বিশেষ দিনটিকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালিত হয়।

ঢাকা থিয়েটারের প্রথম নাটক ‘সংবাদ কার্টুন’। সেলিম আল দীনের লেখা ‘সংবাদ কার্টুন’ নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৭৩ সালের নভেম্বর মাসে। এটি নির্দেশনা দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ। একইসঙ্গে মঞ্চস্থ হয় হাবিবুল হাসানের লেখা ও নির্দেশনায় ‘সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ’ নাটক।
 তখন দুই বা তিন টাকা টিকিটের বিনিময়ে নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে। এই যুগল নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যচর্চায় পথ চলা শুরু করে ঢাকা থিয়েটার।

পরবর্তীতে এই নাটকের দল থেকেই বেরিয়ে এসেছেন অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী, নির্দেশক। তাদের মধ্যে অন্যতম সৈয়দ সালাউদ্দিন জাকী, শিমুল ইউসুফ, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফারুক আহমেদ, মাজুনুন মিজান। প্রয়াত হুমায়ূন ফরিদীও ছিলেন ‘ঢাকা থিয়েটার’র সদস্য।

পাঠকের মন্তব্য Login Registration