বাতিঘর নাট্যদলের র‌্যাডক্লিফ লাইন

প্রতিনিধি | সংবাদ

বৃহস্পতিবার ২৬ জুলাই ২০১৮|১৮:৫২:৫০ মি.



সৃজনবাংলা ডেস্ক: বাতিঘর নাট্যদল মঞ্চে নিয়ে আসছে  নাটক ‘র‌্যাডক্লিফ লাইন’। নতুন এই নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। আগামী শুক্রবার ২৭ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রথম মঞ্চায়ন করবে বাতিঘর।
এরপর নাটকটির দ্বিতীয় প্রদশনী মঞ্চায়ন হবে ২৯ জুলাই। এখানে অভিনয় করবেন সাফিন, আহমেদ অশ্রু, স্মরণ বিশ্বাস, শিশির সরকার, সঞ্জয় হালদার। 
আলোক পরিকল্পনায় তানজিল, মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি এবং তাজিম আহমেদ শাওন।সঙ্গীত করেছেন জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণ করেছেন অপূর্ব দে।
মিথ্যা অহমিকায় সৃষ্ট নিয়মের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা। নিয়মের খাঁচায় বন্দী মানুষের ভেতরের মানবিকতাকে স্পর্শ করার গল্প এই র‌্যাডক্লিফ লাইন নাটক ।

পাঠকের মন্তব্য Login Registration