জহির রায়হানের ছোটগল্প দিয়ে মঞ্চ নাটক

প্রতিনিধি | সংবাদ

বুধবার ২৫ জুলাই ২০১৮|১৬:৫০:০১ মি.



সৃজনবাংলা ডেস্ক: মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বর্বরতা, নৃশংস গণহত্যা, রাজাকারদের ঘৃণ্য অপরাধ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নিয়ে ‘সময়ের প্রয়োজনে’ নাটক মঞ্চায়ন করেছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালায় ২৬ জুলাই সন্ধ্যা পর্যন্ত এই নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।‘সময়ের প্রয়োজনে’গল্প থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সেলিম মাহবুব/কামরুজ্জামান মিল্লাত, সাথীরঞ্জন দে, সাইফ সুমন, ফেরদৌস আমিন বিপ্লব, চন্দন রেজা, স্বাধীন শাহ, সৈয়দ অলক, কামাল রায়হান, আবু সুফিয়ান বিপ্লব, নাহিদ সুলতানা লেমন, ফরিদা আক্তার লিমা, প্রদীপ বিশ্বাস, জায়েদ হোসেন, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সাদিয়া চৌধুরী সুচি, এস আর সম্পদ, সরকার জামান, সুমন আকন্দ, রাকিব প্রমুখ।

পাঠকের মন্তব্য Login Registration