কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সীতায়ন’

প্রতিনিধি | সংবাদ

বুধবার ২৫ জুলাই ২০১৮|১৬:০৮:১০ মি.



সৃজনবাংলা ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ‘সীতায়ন’ নাটকের মঞ্চায়ন চলছে। নাটকটির নির্দেশনায় আছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক নীলা সাহা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটি মঞ্চায়ন শুরু হয়।স্নাতক দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে নাটকটি মঞ্চায়িত হচ্ছে। সীতা নামে এক কন্যার জীবনকাহিনীর উপর নির্মিত নাটক ‘সীতায়ন’ বুধ এবং বৃহস্পতিবার একই সময়ে মঞ্চায়িত হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইসরাত জাহান রিমি, পিংকু চন্দ্র, প্রিয়ং পাল, রাব্বি ভূঁইয়া, মনিরা আক্তার, কানিজ ফাতেমা জুঁই, সৈয়দা তাসমিম পুঁথি, সাজ্জাদ হোসেন, মজনু শাহ্, সাবরিনা আক্তার, জনি মাথিয়াস নকরেক, কাসফিয়া তাবাসসুম রিদিতা ও এনামুল করিম।

পাঠকের মন্তব্য Login Registration