গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেন রোমা

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

মঙ্গলবার ৮ জানুয়ারী ২০১৯|১৮:৪৯:৩০ মি.



সৃজনবাংলা ডেস্ক: বিদেশী ভাষায় শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাণের জন্য রোববার গোল্ডেন গ্লোব পুরষ্কার পেলেন ম্যাক্সিকান চলচ্চিত্র নির্মাতা আলফনসো কুয়ারনস রোমা। ম্যাক্সিকান এই চলচ্চিত্র নির্মাতার সাম্প্রতিক যে ছবিগুলো বিশ্বব্যাপী অলোড়ন তুলেছে সেগুলো হলো, ক্যাপারনাউম (লেবানন), গার্ল (বেলজিয়াম), নেভার লুক এওয়ে (জার্মানি),  শপলিফটার (জাপান)।

গোল্ডেন গ্লোব-২০১৯-এর এবারের আসর বসেছিল গত রোববার রাতে। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটন বলরুমে ৭৬তম গোল্ডেন গ্লোবের লালগালিচা মাতিয়েছেন হলিউডের বড় সব তারকা। উপস্থাপনা করেছেন অভিনেত্রী সান্দ্রা ওহ এবং কৌতুক অভিনেতা অ্যান্ডি স্যামবার্গ।

চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে মোট ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর গোল্ডেন গ্লোব লালগালিচায় হলিউডের প্রথম সারির তারকারা কর্মক্ষেত্রে যৌন হেনস্তার প্রতিবাদে সরব ছিলেন। এই বছর সেখানে বার্তা একই থাকলেও তারকাদের অভিব্যক্তি ছিল একদম আলাদা।

‘বোহেমিয়ান রাপসডি’ সিনেমাটি জিতে নিয়েছে প্রধান দুটি পুরস্কার। বেস্ট ড্রামা ও বেস্ট ড্রামা অ্যাক্টর পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। ফ্রন্টম্যানের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রামি মালেক।

পাঁচটি নমিনেশন পেয়েও মাত্র একটি পুরস্কার জিতেছে ‘এ স্টার ইজ বর্ন’ ছবিটি। বেস্ট অরিজিনাল সং-এর পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। এই  ছবির ‘শ্যালো’ গানের জন্য পুরস্কার জিতেছেন লেডি গাগা।

‘গ্রিন বুক’ ছবিটি জিতে নিয়েছে তিনটি পুরস্কার। সেরা স্ক্রিন প্লে, সেরা কমেডি ফিল্ম ও সেরা সহ-অভিনেতার (মাহিরশালা আলি) পুরস্কার জিতেছে ছবিটি।

গোল্ডেন গ্লোব-২০১৯ বিজয়ীদের তালিকা :

সেরা পরিচালক : অ্যালফোঁসো কুয়ারোন (রোমা)

সেরা ড্রামা ছবি : বোহেমিয়ান রাপসডি

সেরা কমেডি ছবি : গ্রিন বুক

সেরা অভিনেত্রী (ড্রামা) : গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)

সেরা অভিনেতা (ড্রামা) : রামি মালেক (বোহেমিয়ান রাপসডি)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : ক্রিশ্চিয়ান বেল (ভাইস)

সেরা সহ-অভিনেত্রী : রেজিনা কিং (ইফ বিল স্ট্রিট কুড টক)

সেরা সহ-অভিনেতা : মাহিরশালা আলি (গ্রিন বুক)

সেরা অ্যানিমেটেড ছবি : স্পাইডার ম্যান ইনটু দ্য স্পাইডার ভার্স

সেরা বিদেশি ভাষার ছবি : রোমা (মেক্সিকো)

সেরা চিত্রনাট্য : পিটার ফেয়ারলি, নিক ভ্যালেলোঙ্গা, ব্রাইয়ান কারি (গ্রিন বুক)

মৌলিক সংগীত : জাস্টিন হারউইতজ (ফার্স্ট ম্যান)

মৌলিক গান : শ্যালো (এ স্টার ইজ বর্ন)

সেরা ধারাবাহিক (ড্রামা) : দি আমেরিকানস

সেরা ধারাবাহিক (মিউজিক্যাল/ড্রামা) : দ্য কমিনস্কি মেথড (নেটফ্লিক্স)

সেরা টিভি ধারাবাহিক : দি অ্যাসাসাইনেশন অব জিয়ান্নি ভার্সেস : আমেরিকান ক্রাইম স্টোরি

সেরা অভিনেত্রী (টিভি ধারাবাহিক) : প্যাট্রিসিয়া অরকুয়েত (এসকেপ অ্যাট ডানমোরা)

সেরা অভিনেতা (টিভি ধারাবাহিক) : ড্যারেন ক্রিস (দি অ্যাসাসাইনেশন অব জিয়ান্নি ভার্সেস : আমেরিকান ক্রাইম স্টোরি)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ, ড্রামা) : সান্দ্রা ওহ (কিলিং ইভ)

সেরা অভিনেতা (টিভি সিরিজ, ড্রামা) : রিচার্ড ম্যাডেন (বডিগার্ড)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ, মিউজিক্যাল/কমেডি) : র‍্যাচেল ব্রোসনা (দ্য মার্ভেলাস মিসেস মেসেল)

সেরা অভিনেতা (টিভি সিরিজ, মিউজিক্যাল/কমেডি) : মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড)

সেরা সহ-অভিনেত্রী (লিমিটেড টিভি সিরিজ) : প্যাট্রিসিয়া ক্লার্কসন (শার্প অবজেক্টস)

সেরা সহ-অভিনেতা (লিমিটেড টিভি সিরিজ) : বেন হুইশ (এ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল)

‘বোহেমিয়ান রাপসডি’ দুটো পুরস্কার জেতায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বলা হয়, গোল্ডেন গ্লোবে যেসব ছবি পুরস্কার জেতে, সেগুলো অস্কারেও আধিপত্য বিস্তার করে। তাই অস্কার নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা।

পাঠকের মন্তব্য Login Registration