আইনস্টাইনের ‘গড লেটার’ ২৫ কোটি টাকায় বিক্রি

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

শনিবার ৮ ডিসেম্বর ২০১৮|১১:১৮:১৩ মি.



সৃজনবাংলা ডেস্ক: নিউ ইয়র্কে নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ঈশ্বরে বিশ্বাস নিয়ে লেখা একটি চিঠি ৩০ লাখ ডলারে (প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা) নিলামে বিক্রি হয়েছে।

বিবিসি বাংলা জানিয়েছে, ১৯৫৪ সালে জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে তার একটি কাজের জবাব হিসেবে মাতৃভাষাতে দেড় পাতার কথিত এই গড লেটার লিখেছিলেন আইনস্টাইন।

কিন্তু এটাকেই এখন দেখা হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবে। কারণ মৃত্যুর মাত্র এক বছর আগে লেখা এই চিঠির মধ্যেই ছিলো ধর্ম ও দর্শন নিয়ে আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি।

নিলাম কর্তৃপক্ষ আশা করেছিল ১৫ লাখ ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে চিঠিটি। তবে ধর্ম ও দর্শন নিয়ে কথা বলার কারণেই এটি প্রত্যাশার দ্বিগুণ দামে বিক্রি হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।

জার্মান ভাষায় লেখা এই চিঠিতে আইনস্টাইন বলেছেন, ‘ঈশ্বর শব্দটি আমার কাছে আর কিছুই না, এটি হলো মানুষের দুর্বলতার একটি বহিঃপ্রকাশ।’ কোন ব্যাখ্যাই তার এ ধারণার পরিবর্তন করতে পারবে না বলেও তিনি চিঠিতে উল্ল্যেখ করেন।

এ ছাড়া চিঠিতে আইনস্টাইন জানান, তিনি ইহুদি সম্প্রদায় এবং তাদের মানসিকতাকে ধারণ করেন। সেই ইহুদিদের তিনি অন্য মানুষদের থেকে আলাদা কিছু নয় বলেই তার মতামত দিয়েছেন।

আইনস্টাইনের চিঠি নিলামে ওঠার ঘটনা এটি প্রথম নয়। গতবছর ইতালির একজন রসায়নের ছাত্রের কাছে তার দেওয়া একটি চিঠি নিলামে ছয় হাজার ডলারে বিক্রি হয়েছিল।

জেরুজালেমে ২০১৭ সালে সুখে বসবাস নিয়ে আইনস্টাইনের পরামর্শ সম্বলিত একটি নোট প্রায় দেড় মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো। তবে তার বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি নিয়ে লেখা একটি চিঠি বিক্রি হয়েছিল প্রায় এক লাখ ডলারে।

পাঠকের মন্তব্য Login Registration