‘রবীন্দ্র সম্মাননা’ পেলেন দুজন

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

শুক্রবার ৩০ নভেম্বর ২০১৮|১২:১৩:২৭ মি.



সৃজনবাংলা ডেস্ক: নিজেকে শক্ত করে হৃদয়কে সুন্দর করার গান গেয়ে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাইতো ‘হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক’ প্রতিপাদ্যে কবিগুরুকে স্মরণ করে রবীন্দ্র একাডেমির ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে গত মঙ্গলবার শেষ হয়েছে দুই দিনের ‘রবীন্দ্র উৎসব ১৪২৫’।

রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এসময় আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

রবীন্দ্র একাডেমির সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ।

রবীন্দ্র সম্মাননা, রবীন্দ্রনাথের কর্মভিত্তিক পাঁচটি ভিন্ন বিষয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো হয়েছে এবারের উৎসব। সাথে উদ্বোধনী দিনে ‘রবীন্দ্র সম্মাননা’ দেওয়া হয়েছে দু’জন রবীন্দ্র গুণীজনকে। প্রতি দু’বছর পর পর প্রদত্ত এবারের সম্মাননা পেয়েছেন রবীন্দ্র গবেষণার জন্য ভাষাসংগ্রামী আহমদ রফিক এবং রবীন্দ্রসঙ্গীতে অবদানের জন্য শিল্পী ফাহমিদা খাতুন।
আয়োজনে অতিথিরা ফাহমিদা খাতুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অপরদিকে অসুস্থ থাকায় আহমদ রফিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

পাঠকের মন্তব্য Login Registration