ভারতে সম্মাননা পাচ্ছেন অপু বিশ্বাস

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

বুধবার ২৮ নভেম্বর ২০১৮|১৯:০৫:৩৮ মি.



সৃজনবাংলা ডেস্ক: ঢাকাই ছবির বিউটি কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস ভারতে সম্মাননা পেতে যাচ্ছেন। বাংলা চলচ্চিত্র নিয়ে এই উৎসবের নাম দেয়া হয়েছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। এতে মূলত কলকাতার বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
তবে বাংলাদেশ থেকে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটিও আমন্ত্রণ পেয়েছে। ছবির অভিনেত্রী হিসেবে এই আয়োজনে হাজির হবেন জয়া আহসান।
উৎসবটিতে অপু বিশ্বাসকে বিশেষ দূত নির্বাচিত করা হয়েছে। তাকে বিশেষ সম্মাননাও দেয়া হবে।
অপুর ভাষ্য, ‘অল্প সময়ের ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হবার স্বীকৃতি হিসেবে এই বিশেষ সম্মাননা পাচ্ছেন তিনি। এছাড়া উৎসবের জন্য বাংলাদেশের দূতও নির্বাচিত করেছে। আয়োজকরা তাকে উদ্বোধনী দিন থেকেই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
জানা গেছে, চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, সৃজিত মুখার্জি, শ্রাবন্তীসহ আরও অনেকেই থাকবেন উৎসবে।
অপু বিশ্বাসের হাতে এই মুহূর্তে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও ‘শর্টকাট’ ছবি দুটির কাজ রয়েছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অপুর নায়ক হিসেবে আছেন বাপ্পি চৌধুরী। পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।
অন্যদিকে গায়ক ও লেখক নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে ‘শর্টকাট’ ছবিটি নির্মাণ করছেন সুবীর মণ্ডল। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শিগগিরই ছবি দুটির মুক্তির প্রস্তুতি শুরু হবে।

পাঠকের মন্তব্য Login Registration