আবারও ‘হাছনজানের রাজা’

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ২২ নভেম্বর ২০১৮|১৫:৩৫:০৫ মি.



সৃজনবাংলা ডেস্ক: বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর চলতি বছরের ২০ এপ্রিল মঞ্চে এনেছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। আর নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
আজ ২২ নভেম্বর সন্ধ্যায় নারায়াণগঞ্জ ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটকটির প্রদর্শনী হবে। এদিকে নাট্যকার শাকুর মজিদের জন্মদিন আজ।
‘হাছনজানের রাজা’ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরামর্শক হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরামর্শক বাংলাদেশের প্রবীণ আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আলোক পরিকল্পনা করেছেন তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।
নাটকটিতে আরও অভিনয় করছেন আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।

পাঠকের মন্তব্য Login Registration