অমিত গোস্বামীর কলমে ‘হুমায়ূন’ আসছে ১৩ নভেম্বর

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

রবিবার ১১ নভেম্বর ২০১৮|১৭:০১:২৪ মি.



সৃজনবাংলা ডেস্ক: ‘হুমায়ূন’ আসছে। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ নিজেই ফিরে আসছেন উপন্যাস হয়ে। এই মরমী সাহিত্যিকের জীবনকাহিনীর ওপরে ভিত্তি করে উপন্যাস লিখেছেন কথা সাহিত্যিক অমিত গোস্বামী।

অমিত গত বছর শহীদ সুরকার আলতাফ মাহমুদের জীবনীকে ভিত্তি করে লিখেছিলেন উপন্যাস ‘আলতাফ’ যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। এবারে আসছে ‘হুমায়ূন’। বাজারে ‘হুমায়ূন’এর প্রকাশ ঘটবে আগামী ১৩ নভেম্বর, হুমায়ূন আহমেদের জন্মদিনে। বইটি প্রকাশ করছে বাংলা প্রকাশ।

এ প্রসঙ্গে বাংলা প্রকাশের ব্যবস্থাপক ও কবি রহীম শাহ বললেন, প্রায় ৩০০ পাতার এই উপন্যাসটিকে খুব ছোট বলা যাবে না আর বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা নেওয়ার জন্য এবং উন্নত মানের বই হিসেবে প্রকাশ করার জন্য আমরা একটু বেশি সময় নিলাম।

তিনি আরো জানান, অমিত গোস্বামীর ‘আলতাফ’ বাংলা ও ইংরেজি ভাষায় আমরাই প্রকাশ করেছি এবং পাঠক তা গ্রহণ করেছে। ‘হুমায়ূন’ লেখার পরিকল্পনা ওর দু বছর আগের। এ নিয়ে প্রচুর রিসার্চ করেই লেখা উপন্যাসটি। একটা বিশেষ গুণ আছে উপন্যাসটির সেটা হলো, এটা নিতান্ত জীবনী হয়ে ওঠেনি। ঘাত-প্রতিঘাত দ্বন্দ্ব সবই ফুটে উঠেছে বাস্তবতার ছোঁয়ায়। আমরা নিশ্চিত যে হুমায়ূন আহমেদের জীবনের টুকরো টুকরো ঘটনা নিয়ে যে উৎসাহ আছে তার অনুরাগীদের মধ্যে এই উপন্যাসে তারা খুঁজে পাবে সম্পূর্ণ হুমায়ূনকে।

অমিত গোস্বামী থাকেন কলকাতায়। তবে লেখেন বাংলাদেশে। বাংলাদেশ বিষয়ক সব কিছু নিয়ে তার উৎসাহ অসীম। গদ্য, পদ্য, ফিচার, গান – যাই লেখেন তার সাথে সবসময় বাংলাদেশের সংযোগ অবশ্যম্ভাবী।

অমিত এই উপন্যাস সম্পর্কে বলেন, এই উপন্যাসটি পরিপূর্ণ উপন্যাস। ঘাত প্রতিঘাত নিয়ে লেখা। প্রশ্ন উঠতে পারে কতটা সত্যি? দেখুন, সত্য তথ্য যেখানে আছে সেখানে তথ্য বিকৃতি নেই। বাকিটা পারিপার্শ্বিক ঘটনার আধারে লেখা। ঔপন্যাসিক হিসেবে সে স্বাধীনতা আমার আছেই। এই উপন্যাস লেখার আগে বেসিক রিসার্চ আমি করেছি। কথা বলেছি তার সাথে সম্পৃক্ত বহু মানুষের সাথে। তার লেখা বিভিন্ন নিবন্ধ পড়েছি। অনুসরণ করেছি তার সাক্ষাতকারগুলি। বাকিটা মনের মাধুরী মিশিয়ে লিখেছি।

সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনাধারার অনুসরণকারী এই লেখক পরিস্কার জানালেন, প্রকাশককে দেওয়ার আগে অন্তত ২৫ জনকে উপন্যাসটি পড়িয়েছি। তাদের মতামত নিয়েছি। তারপরে ফাইনাল লেখা জমা দিয়েছি। হুমায়ূন আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ উপন্যাস পড়ে এতটাই খুশি হয়েছিলেন যে নিজেই তার প্রচ্ছদ এঁকে আমাকে দিয়ে বললেন যে এটাই এই উপন্যাসের সেরা প্রচ্ছদ হবে। আমি ধ্রুবদার এই উদ্যোগের জন্যে কৃতজ্ঞ।

লেখক যোগ করেন, আমি এই উপন্যাস নিয়ে সাক্ষাতে কথা বলেছি মেহের আফরোজ শাওনের সাথে, আহসান হাবীবের সাথে এবং আরো অনেক হুমায়ূন ঘনিষ্ঠদের সাথে। তবে অসুস্থ থাকার কারণে গুলতেকিন আহমেদের সঙ্গে সাক্ষাত করতে না পারলেও ফোনে দীর্ঘ আলাপচারিতা হয়। আমি আমার উদ্যোগের কথা তাঁকে অবহিত করেছি।

‘হুমায়ূন’ উপন্যাসটি আগামী ১৩ নভেম্বর থেকে বাংলা প্রকাশ ও সব নামী বই বিপনী থেকে সাধারণের জন্য বিক্রিত হবে। এই মুহূর্তে বই প্রকাশ উপলক্ষ্যে কোন আনুষ্ঠানিকতা না হলেও পরে বাংলা প্রকাশ লেখক পাঠক সংলাপের আয়োজন করবে বলে জানা গেছে।

পাঠকের মন্তব্য Login Registration