সম্মাননা পেলেন সোনিয়া

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮|১৬:২৯:৩৯ মি.



সৃজনবাংলা ডেস্ক:  দেশের অন্যতম নাট্যদল সুবচন নাট্য সংসদের সঙ্গে যুক্ত আছেন সোনিয়া হাসান। প্রায় ২০ বছর ধরে দেশের থিয়েটার চর্চায় ভূমিকা রেখে চলেছেন।

এস এম সোলায়মান রচিত ও নির্দেশিত ‘খান্দানী কিসসা’ নাটকের নুসরাত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে টুয়েলফথ নাইট, তীর্থঙ্কর, খনা, রূপবতী, ক্ষুধিত পাষাণ, মহাজনের নাও, প্রণয় যমুনা নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

নাসরীন জাহান রচিত ও খালেদ খান নির্দেশিত নাটক ‘রূপবতী’তে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। থিয়েটার চর্চায় অবদান রাখার জন্য অভিনেত্রী সোনিয়া হাসানকে সম্মাননা জানিয়েছে জলসিঁড়ি পাঠাগার।

গত ১৯ অক্টোবর নেত্রকোণার সুসং দুর্গাপুরের জলসিঁড়ি পাঠাগারের ১৬ বছর পূর্তিতে এই সম্মাননা প্রদান করা হয়। পাঠাগারের নিজস্ব হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সোনিয়া হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাবেক যুগ্মসচিব ড. অর্ধেন্দু শেখর রায়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

সোনিয়া হাসান সুবচন নাট্য সংসদের তথ্য গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাড থেটারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ডিজাইনারের কাজ করে যাচ্ছেন।

পাঠকের মন্তব্য Login Registration