বঙ্গবন্ধু বায়োপিকে নির্বাচিত শিল্পীরা

প্রতিনিধি | বিচিত্র জগত

শুক্রবার ৬ মার্চ ২০২০|১১:০৪:০৫ মি.



আল-আমিন শিবলী

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে এমনটি জানা যায়।
স্বাক্ষরিত পরিপত্রে ৫০জন শিল্পীর নাম প্রকাশ করা হয়েছে।পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত করা হয়। শেখ হাসিনার  
ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ হাসিনার বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া, ওয়ানিয়া জারিন আনভিতা এবং শেখ রেহানার চরিত্রে সামান্তা রহমান অভিনয় করবেন।

উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন যথাক্রমে, সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে দেওয়ান মো: সাইফুল ইসলাম সায়েম সামাদ, একে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, আব্দুল হামিদের চরিত্রে (রেনুর দাদা) গাজী রাকায়েত এবং লুৎফর রহমানের চরিত্রের জন্য খায়রুল আলম সবুজ প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

দিলারা জামান ও সঙ্গীতা চৌধুরী যথাক্রমে বড় ও ছোট সাহেরা খাতুন, তিশা ও প্রার্থনা দীঘি বড় ও ছোট রেনুর চরিত্রে, কামরুল হাসান ও ইশরাক তুর্য্য শেখ কামাল বড় ও ছোট চরিত্রে, তৌহিদ (শেখ কামালের পাঁচ বছরের চরিত্রে, শরীফ সিরাজ (শেখ জামাল ছোট), তুষার খান (মানিক মিয়া), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ), সমু চৌধুরী (কামরুজ্জামান), খলিলুর রহমান কাদেরী (মনসুর আলী), ফেরদৌস আহমেদ (তাজ উদ্দীন), শতাব্দী ওয়াদুদ (পাকিস্তানি আর্মি অফিসার), নরেশ ভূঁইয়া (জেলে – ১), মোস্তাফিজুর ইমরান নূর (শেখ মনি), শাহনাজ সুমি (আরজু মনি), নাইরুস সিফাত (রোজি জামাল), নাজিবা বাশার (সুলতান কামাল খুকী) চরিত্রে অভিনয় করবেন।
এছাড়াও রোকেয়া প্রাচী বয়স্ক মহিলা, আবুল কালাম আজাদ জেলগার্ড তৌকির আহমেদ (সোহরাওয়ার্দী), খন্দকার হাফিজ (জেনারেল ওসমানী) এবং মিশা সওদাগর (আইয়ুব খান) এর চরিত্রের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

পাঠকের মন্তব্য Login Registration