কবিতা : বর্ষার বৃষ্টি ঝুম

প্রতিনিধি | সাহিত্য

শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২০|১০:১৬:১৮ মি.


জাহাঙ্গীর ডালিম

মেঘের মেয়ে বৃষ্টি ঝুম
চোখের পাতায় মিষ্টি ঘুম 
ভিজল বাড়ি, দোকান পাট
নাস্তানাবুদ পুকুরঘাট। 

এঁটেল পথে চলন দায়
যখন তখন পিছলে যায়
বাড়ে যদি বৃষ্টি জল
বানের জলে সব বিকল।

কষ্ট হবে সহন দায়
বৃষ্টিরে তুই তবু আয়
তোর পরশে দহন শেষ
শ্যামল সবুজ বাংলাদেশ। 
 

পাঠকের মন্তব্য Login Registration