কবিতা : কথার ফাঁকে

প্রতিনিধি | সাহিত্য

শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২০|০৯:৫৫:৫৬ মি.


শামছুন নাহার

আমার বৈশাখে তোমার এ ঝড়
তোমার শ্রাবণেই ভিজল চুল
অতীতের সেইসব দিন 
তাহলে এখনও অমলিন
স্মৃতিতে সোনালি হয়ে জ্বলে 
নৌকা ডুবে যায়নি অতলে 
কাল হঠাৎ মা বললেন
কত বছর দেখেনি তোমাকে 
অনুগ্রহ করে পায়ের ধুলো
যদি দাও আমাদের গৃহে
ড্রইংরুমটা জ্যোৎস্না ও
বসার ঘরটি পূর্ণিমা পায়।
 

পাঠকের মন্তব্য Login Registration