কবিতা : বিহ্বল

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২০|১৬:০৭:১২ মি.


সাইয়্যিদ মঞ্জু

সারি সারি শিশু দল, চোখ বিহ্বল

সমবেত অবুঝ মুখ কণ্ঠতুলে রাজপথে-
ফাঁসি চাই 
নির্বাক স্বজন কাতরে ফাটায় বুক বিয়োগ ব্যথায়
আর কতো কি! দেখার আছে বাকি জানি না 
কালের এ ধূসর আয়নায়।

পশুর পাল যাত্রার পদধ্বনি মানুষের পাড়ায়
তফাৎ কি! বুঝি না
                   জীবজন্তু
                             ইনসান
বিশ্বাসের লম্বা পকেটে দেখি শয়তানের ঠাঁই।
 

পাঠকের মন্তব্য Login Registration