কবিতা : হাঁটছি ঘোর অন্ধকারে

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২০|১৫:৫৯:৫৮ মি.


রুদ্র সাহাদাৎ

হাঁটছি ঘোর অন্ধকারে আলোহীন

পথ হারিয়েছি ক্লান্তপথিক
দেখছি আদমজীবনে আর মনুষ্যত্ববোধ নেই
ধর্ষিত সমাজ, রাষ্ট্র, আবাল বৃদ্ধা অনামিকা
হাঁটতে হাঁটতে হোঁচট খাচ্ছি
নিরাপত্তাহীন শৈশব গ্যারান্টিহীন জীবন
হারতে হারতে হারাবার কিচ্ছু নেই আর
মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে কেন আমার সন্তান
লাশ হয়ে বাড়ি ফেরে
যৌন লালসার শিকারে...
 

পাঠকের মন্তব্য Login Registration