কবিতা : প্লাস্টিকের সূর্য

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২০|১৫:৪৩:২৩ মি.


নিশীথ দাস

কোন পাড়ে তাঁবু গেড়েছ? 
এই তো সেদিন নদীর তীর থেকে ফিরলাম, কই দেখলাম না তো? 
স্নান হচ্ছে, মাথা কামানো হচ্ছে, ডুব হচ্ছে
আশীর্বাদের জলে এসে কেউ জল,
প্লাস্টিকের সূর্য আমাদের দেশে কচুশাকের জানালায় ওঠে 
ওতে গা ভরে না শুকনোই থাকে
পৃথিবীতে কতো ঘরই তো আছে উঁচু-নিচু, খড়ে ছাওয়া, ইটের ঢালাই 
তাই বলে সব কি তোমার মতো বিশ্বস্ত! খানদানি
ঝাঁকালেই তাকাবে ছয় ভাইবোনের ঢেউয়ে 

কষ্টগুলো এখন আমাদের বাড়ির গাছের মতো উঁচু দেয়াল
বিকিয়ে দেব, লোক লাগিয়েছি 
 

পাঠকের মন্তব্য Login Registration