কবিতা : তওবা

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:৫৯:১৬ মি.


নীলিম শেখ রাসেল

তোমার জন্য  
আমার পৃথিবী স্বচ্ছ কাচের অপরপিঠে ভাসমান হয়ে মেঘমালার মতো পুঞ্জীভূত হয় 
আল্পস পর্বতের ন্যায় দৃঢ় হয়ে আমার অস্তিত্বের সভ্যতা ধারণ করে।
আমি নিজেকে ততটাই আপন ভাবি যতটা স্রষ্টা পৃথিবী থেকে দূরে। 
মরিচ ফুলের ন্যায় সাদা রং ধারণ করেছে পুণ্য; 
তবে ঝাঁজটা অনেক বেশি প্রভাবিত হয়েছে—
সভ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে বসবাস করা ঘুণপোকাদের সমাজে। 

তুমি একাকী ভাবছো বসে—
এসব কি কথা! যা উড়ে যায় নিভৃত পৃথিবীর কার্নিশ ছুঁয়ে 
সত্য কখনোই কি লুকানো ছিল?
মিথ্যের আড়ালে দাম্ভিকতার চাদর প্রলম্বিত হয়েছে বটে
তাতে বিন্দুমাত্র সুখের কায়া আদর কাটেনি, 
বরং মাটির গোঙরানো মুহুর্মুহু শব্দে নিজেকে প্রজা বলে সঁপে দিয়েছে।

আমি
স্রষ্টা কর্তৃক প্রেরিত আদি মানবের সন্তান
আমার পদচিহ্ন লেপন করেছে কোন মানবীর জরায়ু 
অতঃপর অসভ্যতার জাল ছিঁড়ে সভ্যতার পবিত্রতায় পূর্ণ স্থান হয়েছে
তাই আমি আজাযিলের ন্যায় গর্বের ফুল হয়ে দোযখের আগুনে হাসি 
আর স্রষ্টা বারংবার আমায় ক্ষমার চাদরে জান্নাত দেখিয়ে তওবা করায়।
 

পাঠকের মন্তব্য Login Registration