কবিতা : হিসেব

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:৫১:২৭ মি.


শাহনেওয়াজ চৌধুরী 

ঘুম ভেঙে চোখ ডোবে সকালের কলাপাতা রোদে 
জীবন আটকে আছে জীবনের চিকন মার্জিনে।
আমি যে বেসামাল, মন নেই জীবন গড়ায় 
দুর্বল মেধার আমি, প্রকৃতি কত কী পড়ায়!
শূন্য দু’হাত, তবু বিদ্যার জোর নেই মোটে 
দৃষ্টি ঝাপসা হলো, মায়াবতী ফুল ফোটে ঠোঁটে। 
তোমরা এগিয়ে যাও, আমি থাকি অঙ্কের ভুলে 
বরাবর ছন্দহারা, জীবনের নামতা নেই আর মূলে!
আবার পেছনে যাই, ধারাপাতে নিবিড় দৃষ্টি
ভিজে যায় বইয়ের পাতা, নেমেছে অঝোর বৃষ্টি।
 

পাঠকের মন্তব্য Login Registration