কবিতা : মহান রাজ

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:৪১:০০ মি.


জাফরুল আহসান

সন্ধ্যাবেলায় বজ্র আলোয় বৃষ্টি মাথায় এসো,
জলের ধারায় জলকণাদের ডিঙিয়ে তুমি বসো।
বৃক্ষছায়ায় আয়না জলের, খানিকটা দেখে নিও,
খোঁপার বাঁধন হোক না শিথিল খোঁপায় ফুলটা দিও। 

কিশোর বেলার ছিন্ন মালার স্মৃতির বাঁধন ভুলে
এলেই না হয় শ্রাবণ ধারায় জলের নূপুর খুলে।
জল ছল ছল জলের ছোঁয়ায় মায়াবতী এক নারী, 
দহনে পীড়নে জল ঢেলে হও মেঘ পাহাড়ের পরী। 

সন্ধ্যাবেলায় ভাসাও এবার জলের ডিঙি নাও,
বৃষ্টিমুখর সন্ধ্যা মধুর আঁধার খানিক দাও।
আঁধারে আদরে গভীর হৃদয় খুললে না হয় আজ,
তোমার ছোঁয়ায় মিষ্টি আঁধার আমি যে মহান রাজ।
 

পাঠকের মন্তব্য Login Registration