কবিতা : দ-য়ে দাতব্য, চ-য়ে চিৎকার

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:২৩:৩৪ মি.


বদরে মুনীর

হে ঈশ্বর, ভূমিকম্প দাও, 
একটু ফুর্তি-ফার্তা করি।
খরা-বন্যা-ঘূর্ণিঝড় দাও,
উড়ে যাই, ভেসে যাই 
গরিব, কালার্ড দেশে দেশে;
দুঃখিত দৈবের বেশে 
জমিয়ে জম্পেশ বৈতরণী,
একটু বিতরণ করি।
প্রকৃতির লীলা করো, প্রভু,
নয়ন জুড়ায়ে মর্ত্যে
মহামারী, মারামারি দাও,
হাঁটু-ডোবা রক্তে, উফ্,
হাঁটু ভেঙে, দুবাহু বাড়ায়ে 
অল্প-বয়সিনী জীবে—
ভাড়া করি—দয়া-ধর্ম করি।
 

পাঠকের মন্তব্য Login Registration