কবিতা : মন খারাপের কবিতা

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:১৫:৪৯ মি.


সোহরাব হাসান 

মন খারাপ হলেই তাকে মনে পড়ে
মন খারাপ না হলেও। আসলে
মন আছে বলেই মনে পড়া আছে
আছে মনপোড়াও। মনে পড়তে পড়তে 
মন পুড়তে পুড়তে এতটা পথ এসেছি।

যাদের মন বলে কিছু নেই; শুনেছি  
বনপোড়া হরিণীর মতো মাঝেমধ্যে
তাদেরও মন খারাপ হয়। কেউ কেউ  
মনে মনে মনের মানুষ খোঁজেন;  

কেউ কেউ মানুষ পেলেও মন পান না। 
লালন সাঁই মনের মানুষ খুঁজতে গিয়ে
নিজেই বে-মনো হয়ে গেলেন। 

আমি যাঁকে খুঁজি সে মন কাকে খোঁজে
আজও তা জানা হলো না  
মন খারাপ হলেও তাকে মনে পড়ে। মন খারাপ না হলেও।
 

পাঠকের মন্তব্য Login Registration