কবিতা : দুই হৃদয়ের নদী

প্রতিনিধি | সাহিত্য

রবিবার ২ ফেব্রুয়ারী ২০২০|১৪:১০:৫৮ মি.


ফারুক মাহমুদ

তিরিশ বছর পর দৈববশে দেখা হয়ে গেল 
পুরোনো সেই দিনের মতো 
চায়ের পেয়ালা হাতে হেসে থাকা চোখ 
‘এখনো কি দুচামচ চিনি?’
 
সামান্য মামুলি কথা। তোমার এ মনে রাখাটুকু 
আমার চোখের কোণে আনন্দের জল নিয়ে এল

২.
দুটি বিরহের মধ্যে জন্ম নেয় একটি ভালোবাসা  
অর্থাৎ দুজন অগ্নি বুকভরে ছাইভস্ম থাকে
মনে কি পড়ে না সখি আগুনের শেষ বিন্দু দিয়ে
পুড়ে পুড়ে পুড়ে পুড়ে পুড়ে পুড়ে ছাই করলে যাকে!
 

পাঠকের মন্তব্য Login Registration