শেষ হলো দুই দিনের রবীন্দ্র-স্মরণানুষ্ঠান

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

রবিবার ৯ সেপ্টেম্বর ২০১৮|১৭:১৯:৪০ মি.



সৃজনবাংলা ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় রবীন্দ্র-স্মরণানুষ্ঠান। গত শুক্রবার গানে গানে দুইদিনের এই অনুষ্ঠানে ‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’ স্লোগান ধারণ করে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই স্মরণানুষ্ঠান।

গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) ছিল সমাপনী দিন। এদিনও সংস্থার নির্ধারিত শিল্পীদের পাশাপাশি রবীন্দ্রনাথের গীতবিতান থেকে নির্বাচিত পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ও বিচিত্র পর্যায়ের গান পরিবেশন করেছেন দেশবরেণ্য আমন্ত্রিত শিল্পীরা।

সমাপনী দিনের একক গান পরিবেশন করেন ফাহমিদা হোসেইন, পীযূষ বড়ুয়া, গোলাম হায়দার, বিষ্ণু মণ্ডল, শফিকুর রহমান, খোকন চন্দ্র দাস, খন্দকার আবুল কালাম, আহমেদ জিয়াউর রহমান, সুবাহ্ আকবর, টিপু চৌধুরী, তপন কুমার সরকার, নির্ঝর চৌধুরী, খাইরুজ্জামান কাইয়ুম, ফেরদৌসী কাকলী, মিতা দে, রাবিতা সাবাহ, রমা বাড়ৈ, রুমঝুম বিজয়া রিসিল, সীমা সরকার, শিল্পী রায়, শিমু দে, সুমাইয়া ইমাম ইমাসহ অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাজেদ আকবর ও পীযূষ বড়ুয়া।

পাঠকের মন্তব্য Login Registration