শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিনে আর্ট ক্যাম্প

প্রতিনিধি | শিল্পকলা

রবিবার ৯ সেপ্টেম্বর ২০১৮|১৭:২৩:১১ মি.



সৃজনবাংলা ডেস্ক: মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ’এর ৬৯ তম জন্মোৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে শিল্পী শাহাবুদ্দিন ৬৯তম জন্মদিন উদ্যাপন জাতীয় কমিটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। এতে ছিল খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে আর্টিস্ট ক্যাম্প এবং শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা।

ঢাবি চারুকলা অনুষদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের মধ্যে তিনটি বিভাগে চিত্রাংকন প্রিতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ছবি আঁকার বিষয় ছিল ‘আমাদের মুক্তিযুদ্ধ’ এবং ‘আমাদের মুক্তিযুদ্ধ ও শাহাবুদ্দিন আহমেদ’।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জন্মদিন উদযাপন জাতীয় কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু, শিল্পী দুলাল চন্দ্র গাইন, শিল্পী আনিসুজ্জামান আনিস ও শিল্পী নাজির হোসেন খান খোকন।

পাঠকের মন্তব্য Login Registration