কবিতার অহংকার

প্রতিনিধি | সাহিত্য

মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২০|১৪:৫৩:৪১ মি.


এনাম আহমেদ

কবিতার অহংকার মনে পুষে রেখেই চলে গেছেন কবি ২০১৩ সালে। বেঁচে থাকলে আরও সমৃদ্ধ হত বাংলা সাহিত্য।
 ‘আমাকে পাবে না প্রেমে, প্রার্থনায় নম্র হও পাবে
কামে-ঘামে আমি নেই, পিপাসায় তপ্ত হও পাবে।...

পৃথিবীর সর্বশেষ কবি আমি, অহংকার আমার কবিতা।’ 
খোন্দকার আশরাফ হোসেনের আজ ৭০তম জন্মজয়ন্তী। আধুনিক ও নান্দনিকতার কবি তিনি। কবি জীবনানন্দের প্রভাব যার ওপর ছিলো। কিন্তু কখনও তা ভর করেনি কবিতায়। নিজের লেখায় স্বকীয়তা নিয়েই লিখে গেছেন দীর্ঘদিন। আলাদা করে চেনা যেতো কবিকে। দীর্ঘপথ চলায় নানা পরিবর্তনের মধ্য দিয়ে নিজের পথ তৈরি করেছেন।  কবির নিজ বয়ানে ‘আমার কবিতার বিবর্তনটি ঘটেছে নিঃশব্দে, আমার অজান্তে কিছু হয়েছে যে, সেটি টের পাই নিয়ত। আমি কবিতা লেখায় গভীরভাবে মনোনিবেশ করি যখন তিরিশের কোঠায়। অন্য অনেক কবির মতো কৈশোরক পর্ব নেই। নেই প্রথম তারুণ্যের বিহ্বল আবেগের প্রকাশ। ব্যাপারটি যুগপৎ সুখের ও দুঃখের।’

কবির অজান্তেই কবির কবিতা বিবর্তিত হয়েছে। কবিতাই কবিকে তৈরি করেছে। তার মতে, ‘আমি আজ যা তাই, শিব কিংবা বানর, সুশোভন কারুশিল্পিত পানপাত্র অথবা দোবড়ানো থোবড়ানো মাটির ঢেলা, অথবা অন্যকিছু।’

খোন্দকার আশরাফ অনুবাদের পথেও হেঁটেছেন। তাঁর অনুবাদে রয়েছে—টেরি ইগলটন:সাহিত্যতত্ত্ব, সফোক্লিাসের রাজা ইদিপাস, ইউরিপিডিসের আলসেস্টিস ও মিডিআ পাউল সেলানের কবিতা। এছাড়া পাবলো নেরুদারও কিছু কবিতা তিনি অনুবাদ করেছেন। অনুবাদক হিসেবে তিনি অনায়াসে জটিল সব প্রতীককে নিয়ে এসেছেন বাংলা ভাষায়। তিনি একজন সফল অনুবাদক।

মেয়াদের শেষদিকে এসে কবি নিরীক্ষাধর্মী কাজে হাত দিয়েছিলেন। যার প্রকাশ আমরা দেখতে পাই ‘যমুনাপর্ব’ কাব্যগ্রন্থে। ‘কামিনী বিছায় তার ডোরাকাটা শাড়িদের বাঘ/চুলের বিথার পুষ্পে সজনী নীরব/ওপারে অধীর হলো কেকা ঐ/এপারে দেবতাগণ শুঁয়াপোকা দাড়িতে বেঁধেছে।’ তাঁর উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-তিন রমণীর ক্বাসিদা, পার্থ তোমার তীব্র তীর, জীবনের সমান চুমুক, সুন্দরী ও ঘৃণার ঘুঙুর প্রভৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপনা দিয়ে শুরু হলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। জন্মজয়ন্তীতে প্রত্যাশা কবির কবিতা বহুল পঠিত হোক ও জাতীয় পর্যায়ে কবির সঠিক মূল্যায়ন হোক।
 

পাঠকের মন্তব্য Login Registration