কবিগুরুর কবিতার ডিজিটাল আর্কাইভ উন্মুক্ত

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

শুক্রবার ৩১ আগস্ট ২০১৮|১৭:৫৯:৫৫ মি.



সৃজনবাংলা ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সাড়ে তিন হাজার কবিতার সংকলনের একটি ডিজিটাল আর্কাইভ উন্মুক্ত করা হয়েছে।গত মঙ্গলবার (২৮ আগস্ট) কলকাতার রবীন্দ্র-সদন মঞ্চে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দুই বাংলার কবি-সাহিত্যিকরা।

কবিগুরুর সাড়ে তিন হাজার কবিতার ডিজিটাল ভার্সনের উদ্বোধন এদিন। এমন এক উদ্যোগ সফল হওয়ায় খুশি দুই বাংলার বিশিষ্টজনরা।
সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি বদলালেও কবিগুরুর সৃষ্টি নিয়ে সাহিত্য প্রেমীদের কৌতূহলের শেষ নেই। 

গ্রামোফোনের জায়গায় কখনো ফিতার ক্যাসেট, কখনো সিডি-ডিভিডি হয়ে হালে মাইক্রো-ন্যানো চিপ কিংবা পেন ড্রাইভ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছেন সবাই। কবি গুরুর সেই সৃষ্টিকেই সময়ের প্রযুক্তির সঙ্গে শুধু পা মিলিয়ে দিলেন ডা: পূর্ণেন্দু বিকাশ সরকার।

পাঠকের মন্তব্য Login Registration