কবিতা : আষাঢ়ে ছড়া

প্রতিনিধি |

বৃহস্পতিবার ১১ জুলাই ২০১৯|১৪:৪০:৫৬ মি.


বিনয় বর্মন

আষাঢ় মাসে ভাষার গান
কথার তোড়ে ব্যথার বাণ।

ধবল মঘেরে সবল ডাক
বরই গাছে চড়ই ঝাঁক।

ঘ্যাঙরে ঘ্যাঙরে ব্যাঙরে কাজ 
টুপুর টাপুর নূপুর বাজ।

বৃষ্টি অনাসৃষ্টি হায়
ভজিছে কারা ইচ্ছে নায়।

কতই উথাল অথৈ নদ
বৎস করো মৎস্য বধ।

আটকা পড়া জাটকা জোট 
কাৎলা মাছরে পাতলা ঠোঁট।

ছুটছে কথা ফুটছে খই
শান্ত রাতে পান্থ কই?

কল্পলোকরে গল্প ধুম
কবরি চোখে গভীর ঘুম।

পাঠকের মন্তব্য Login Registration