নাসির আলী শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত মাহবুব রেজা

প্রতিনিধি | শ্রদ্ধাঞ্জলি

শনিবার ২৩ ফেব্রুয়ারী ২০১৯|১৮:২৯:৫৩ মি.



সৃজনবাংলা ডেস্ক: মোহাম্মদ নাসির আলী শিশুসাহিত্য পুরস্কার-২০১৯ এ ভূষিত হচ্ছেন নব্বই দশকের অন্যতম শক্তিশালী গল্পকার মাহবুব রেজা।

আগামী মাসে এই গল্পকারের হাতে মোহাম্মদ নাসির আলী শিশুসাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দেয়া হবে।

স্বাধীনতা পরবর্তী বাংলা শিশুসাহিত্যের গল্পের বিষয় বৈচিত্র্যের দশ দিগন্তকে যে ক’জন গল্পকার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছেন মাহবুব রেজা তাদের অন্যতম। প্রথা ভেঙ্গে শিশুসাহিত্যে এক ভিন্ন স্বর নিয়ে এসেছেন তিনি।
মাহবুব রেজার প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা ৭৮।

সৃষ্টিশীল লেখার পাশাপাশি চ্যানেল আই অনলাইনের জন্য শুরু থেকে নিয়মিত কলাম লিখে আসছেন মাহবুব রেজা।

মোহাম্মদ নাসির আলী ছিলেন বাংলাদেশের একজন প্রভাবশালী সাহিত্যিক। তিনি সাধারণত ছোটদের জন্য লিখেছেন এবং সাহিত্যচর্চায় প্রতিষ্ঠা লাভ করেন শিশুসাহিত্যিক হিসেবে। ছোটদের জন্য শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনকথা রচনায় দক্ষতার পরিচয় প্রদান করেন।

শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য নাসির আলী বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন। এরমধ্যে ১৯৬৭ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৮ সালে ইউনেস্কো এবং একই বছর ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তান পুরস্কার লাভ করেন। বই প্রকাশনার ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৮ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র ও ১৯৮৫ সালে ইসলামিক ফাউন্ডেশন তাকে স্বর্ণপদকে (মরণোত্তর) ভূষিত করে।

পাঠকের মন্তব্য Login Registration