জীবন খাতা-৯

প্রতিনিধি | সাহিত্য

বৃহস্পতিবার ২৬ জুলাই ২০১৮|১৯:৪৭:২২ মি.



এনাম আহমেদ
যাদু আস্তে আস্তে শিক্ষিত হয়ে উঠছে বলে মনে হয়। কেননা, তার বাবার পাঠ দানে কিছু ঘাটতি সে ধরে ফেলেছে। শুধু সময়ের অপেক্ষা। বাবা কখন তাকে নিয়ে পড়তে বসবেন।বিকেলে মুকুলের আসরে তার তেমন মন বসেনি।বিষয়টি মুকুলের বড় ভাইদের চোখে লেগেছে। খোকন ভাই বলেছেন, 
-কিরে যাদু আজকে খাওয়া-ধাওয়া ঠিক মত হয়নি। 
-হয়েছে তো।
-তবে ভুল করছিস কেন?
-এমনি এমনি।
-কিছুতো নিশ্চিত হয়েছে।
তখন যাদু মাথা চুলকাতে থাকে। আর বলে, আব্বার কথা মনে পড়ছে। সন্ধ্যায় পড়তে বসেই যাদু তার আব্বাকে বললো,
- আব্বা, একটা বর্ণ কিন্তু আমাদের পড়া থেকে বাদ পরে গেছে।
-তাই নাকি! কোনটা বাবা?
-এই যে এইটা। 
-কই দেখি, ও ঋ।ঠিক আছে এবার বলো তাহলে,
ঋ তে-ঋতু, ঋতুর রাজা বসন্তকাল।
-ঋতু কী আব্বা? 
-ঋতু হচ্ছে একটি সময়কাল।যা বাংলা মাসে গণনা করা হয়।দুই মাস নিয়ে এক ঋতু।ফাল্গুন-চৈত্র দুই মাস বসন্তকাল। আর বসন্ত কালকে ঋতুর রাজা বলা হয় কারণ বসন্তে আবহাওয়াটা থাকে খুব আরামদায়ক। তখন খুব বেশি শীতও লাগে না আবার বেশি গরমও পড়ে না। দখিনা হাওয়া বয়ে যায়।মানুষ মনের আনন্দে বেড়াতে পারে। গাছে গাছে অনেক রকমের ফুল ফোটে।তুমি তো গোলাপ ফুল দেখেছো?
-জী আব্বা। 
-তখন মনের আনন্দে কোকিল গান গাইতে শুরু করে কুহু স্বরে।তুমি কোকিলের ডাক শুনেছো বাবা? 
-হ্যাঁ আব্বা,অনেক আগে শুনেছি। আমি তখন আরও ছোট ছিলাম।
যাদু তোমাকে আরও দরকারি কথা জানিয়ে রাখি। আমাদের দেশে কিন্তু ছয়টা ঋতু। যে কারণে আমাদের দেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। আমি এখন ঋতুগুলোর নাম বলে দিচ্ছি। অবশ্য এখনই সবগুলোর নাম তোমার মনে রাখার দরকার নেই। আরেকটু বড় হলেই শিখবে। ঋতু গুলো হচ্ছে- গ্রীষ্ম, বর্ষা,শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতিটি ঋতুই দুমাস ধরে চলতে থাকে। তাহলে আজ এটুকুই মাথায় রাখো।
-আব্বা, আমার মাথায় না আরও অনেক কিছু রাখতে হয়। 
-তাই নাকি, আমার বাবাতো তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে।বলেই যাদুর বাবা যাদুর মাথায় হাত বুলিয়ে দিলেন।

পাঠকের মন্তব্য Login Registration